পৌষের শুরু থেকেই বাংলায় শীতের দাপট তুঙ্গে (West Bengal Weather Forecast)। বড়দিন উৎসবের আবহে প্রকৃতি যেন উত্তুরে হাওয়ার চাদরে নিজেকে ঢেলে সাজিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত এই কনকনে ঠান্ডা থেকে নিষ্কৃতি মেলার কোনো সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে। ফলে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের কামড় বেশ ভালোই অনুভূত হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | West Bengal Weather Forecast
গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের শীতের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে বর্তমানে সেই বাধা সম্পূর্ণ কেটে গিয়েছে। যার জেরে উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে বঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও কিছুটা নিম্নমুখী হবে। চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নয়া অবতারে ফিরল Bajaj Pulsar 150, নতুন গ্রাফিক্স ও আধুনিক ফিচার হৃদয় হরণ করবে!
আবহাওয়া বিশেষজ্ঞরা একটি বিশেষ সতর্কতা দিয়েছেন। মঙ্গলবার থেকে অর্থাৎ ২০২৬ সালের শুরুতে পুনরায় একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দিতে পারে। এর ফলে জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা বাড়বে। তবে আপাতত চলতি সপ্তাহে শীতের তীব্রতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও দৃশ্যমানতা খুব বেশি কমার আশঙ্কা নেই।
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে শীতের দাপট হবে সর্বাধিক। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত প্রায় সব জেলাতেই তাপমাত্রার পতন অব্যাহত থাকবে। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। উল্লেখ্য, এই তীব্র ঠান্ডার কারণে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল তাপমাত্রার নিরিখে উত্তরবঙ্গের অনেক জেলাকেও ছাপিয়ে যেতে পারে।
উত্তরবঙ্গে চলবে হাড়হিম করা ঠান্ডা
উত্তরবঙ্গে শীতের চিত্রটি আরও ভয়াবহ। সকাল থেকে রাত পর্যন্ত উত্তুরে হাওয়ার প্রভাবে জনজীবন কার্যত থমকে যাওয়ার মতো অবস্থা। গত কয়েক দিনে সেখানে তাপমাত্রার দ্রুত পতন ঘটেছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি কমতে পারে বলে সতর্ক করা হয়েছে। কালিম্পং এবং দার্জিলিং সংলগ্ন পাহাড়ি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
আরও পড়ুন: বাজারে ঝড় তুলতে আসছে OnePlus Nord 6! লঞ্চের আগেই ফাঁস ক্যামেরা-প্রসেসর
উত্তরবঙ্গের সমতল অঞ্চল অর্থাৎ কোচবিহার এবং আলিপুরদুয়ারে দিনের বেলাও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। এই জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি নিচে থাকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে চলবে কুয়াশার প্রভাব। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। ফলত সড়ক ও রেলপথে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সার্বিকভাবে বড়দিনের এই মরশুমে বাংলা (West Bengal Weather Forecast) এখন আষ্টেপৃষ্ঠে শীতের কবলে। শুষ্ক আবহাওয়া আর উত্তুরে হাওয়ার যুগলবন্দীতে শীতপ্রেমীরা অত্যন্ত খুশি। তবে কুয়াশা এবং তীব্র ঠান্ডার কারণে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্যের প্রতি বাড়তি খেয়াল রাখা জরুরি। আগামী কয়েক দিন তাপমাত্রা ধাপে ধাপে কমার ফলে ঠান্ডার তীব্রতা আরও বাড়বে। তাই সোয়েটার-মাফলার জড়িয়ে থাকাই বুদ্ধিমানের কাজ।
