পাহাড় থেকে সমতল, কাঁপছে শীতে। বড়দিনের আগেই বঙ্গবাসী শীতের জোরাল কামড় (West Bengal Weather Update) টের পাবেন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে। আগামী দু’তিন দিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামবে। এমনকি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বড়দিনের ছুটিতে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হবে না বলে শীতপ্রেমীদের মধ্যে যেই হতাশা দেখা দিয়েছিল, তা এবার কাটছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট (West Bengal Weather Update)
গোটা দক্ষিণবঙ্গে শীতের দাপট বোঝা যাচ্ছে। গত শনিবার রাত থেকেই পারদ নিম্নমুখী। রবিবার ছিল দক্ষিণবঙ্গে এই মরশুমের শীতলতম দিন। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে হাড়কাঁপানো ঠান্ডা পড়ছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে ভোরের দিকে কুয়াশার ঘনঘটা চলছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশার প্রভাব বাড়বে। তার জেরে সকালের দিকে দৃশ্যমানতা কমবে। যে কারণে যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা পালনের পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বেলা বাড়তেই আকাশ হচ্ছে রৌদ্রজ্জ্বল হবে বলে জানানো হয়।
আরও পড়ুন: সোনার দাম অতীতের সব রেকর্ড ভাঙল! কলকাতাতে আজ কত?
হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নামবে। ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। এক কথায় কাঁপুনি ধরানো শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
বড়দিনের আগেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রার পারদ ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। এক কথায় জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঠান্ডায় হাড় হিম হচ্ছে। উত্তরের পাহাড়ি অঞ্চল থেকে সমতল সর্বত্রই জাঁকিয়ে পড়েছে শীত (West Bengal Weather Update)। দার্জিলিংয়ের সকাল সন্ধ্যায় কনকনে ঠান্ডায় কাঁপুনি ধরছে। আর দু-একদিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কালিংপং সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার ও দুই দিনাজপুরে শীতের কামড় ভালোভাবে টের পাচ্ছেন মানুষ। সব মিলিয়ে ২৫ ডিসেম্বর পাহাড় থেকে সমতল ঠান্ডায় কাঁপতে চলেছে।

